শ্রীনগর ও নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): আবারও শহিদ জওয়ানের মৃত্যুর যথাযথ বদলা নিল ভারত| ভারতীয় জওয়ানকে হত্যা করার প্রতিশোধ নিয়ে পাল্টা প্রত্যাঘাত করল সেনাবাহিনী| জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেল ৭ পাকিস্তানি সেনার| আহত হয়েছেন ৪ জন| যদিও পাকিস্তানি সেনাবাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কোটলি সেক্টরের জানদ্রোত-এ নিয়ন্ত্রণরেখা বরাবর ৪ পাকিস্তানি সৈনিকের মৃত্যু হয়েছে|
গত শনিবার রাজৌরির সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গুলিতে শহিদ হন ল্যান্সে নায়েক যোগেশ মুরলীধর ভাদানে| শহিদ জওয়ানের মৃত্যুর যথাযথ প্রতিশোধ নিল ভারত| জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেল ৭ পাকিস্তানি সেনার| আহত হয়েছেন ৪ জন| তবে, পাকিস্তানের বিবৃতিকে ঘিরে শুরু হয়েছে ধন্দ| পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, কোটলি সেক্টরের জানদ্রোতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় ৪ পাকিস্তানি সৈনিকের মৃত্যু হয়েছে|
সোমবার ভোররাতেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়ে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে পাঁচ জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদী| জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ জানিয়েছেন, সোমবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের দুলানজা-উরি সেক্টর দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল সন্ত্রাসবাদীরা| জঙ্গিদের সেই চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিএপিএফ-এর যৌথ অভিযানে খতম হয়েছে পাঁচ সন্ত্রাসবাদী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সদস্য| জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল এস পি বৈদ জানিয়েছেন, ‘ঘটনাস্থল থেকে ৫টি দেহ উদ্ধার করা হয়েছে| ধারনা করা হচ্ছে ৬ জন মারা গিয়েছে| আর এক জনের দেহের খোঁজ চলছে| নিহত জঙ্গিরা সবাই আত্মঘাতী হামলাকারী|’
সোমবার দেশজুড়ে পালিত হয়েছে ৭০ তম সেনা দিবস| সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, আমরা যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছি| আমাদের যদি বাধ্য করা হয়, তবে আমরা শত্রুদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবো|’