নয়াদিল্লি, ২ জানুয়ারি(হি.স.): সোমবারের পরে মঙ্গলবারেও ঘন কুয়াশার জেরে রাজধানী দিল্লির রেল এবং বিমান পরিষেবা ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে। এদিন সকাল থেকে তীব্র ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলা ঘন কুয়াশার জেরে রেল, বিমান এবং সড়ক পরিবহন বিপর্যস্ত হয়েছে। কারণ ঘন কুয়াশার জেরে কম দৃশ্য মানতা তৈরি হয়েছে। সেই কারণে রাজধানী দিল্লিতে আজ ৬৪ টি ট্রেন দেরিতে চলছে, ২৪ টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। কম দৃশ্যমানতার কারণে বাতিল করে দেওয়া হয়েছে ২১ টি ট্রেন।
অন্যদিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ টির বেশি দেশীয় এবং আন্তর্জাতিক বিমান দেরিতে উড়বে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি ৬ টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। উল্লেখ্য, গতকাল অর্থাৎ বছরের প্রথমদিন অতিরিক্ত কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে দাড়িয়েছিল ৫০ মিটারেরও কম। সেই জন্য বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছিল। দিল্লির ওভীমূখে যেসব বিমান আসছিল তাদেরকেও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।