BRAKING NEWS

সংসদে উপস্থিত থাকার জন্য দলের সমস্ত সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি করল বিজেপি

নয়াদিল্লি, ২ ডিসেম্বর(হি.স.): সংসদে মঙ্গলবার এবং বুধবার একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করবে কেন্দ্রের শাসক দল বিজেপি। বিলগুলিকে সুষ্টভাবে পাশ করানোর জন্য দলের সমস্ত সাংসদদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিল বা হুইপ জারি করল বিজেপি। সূত্রের দাবি দলের পক্ষ থেকে সমস্ত সাংসদদের হুইপ জারি করে বলা হয়েছে যে ২ এবং ৩ রা জানুয়ারি সংসদে উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য, রাজ্যসভায় আজ তাৎক্ষণিক তিন তালাক বিল পেশ করবে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই বিলটি লোকসভায় গত সপ্তাহে পাশ হয়ে গিয়েছে। পাশাপাশি আশা করা যাচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল ২০১৭ আজকে পেশ হতে পারে। গুরুত্বপূর্ণ দুইটি বিল নিয়ে তীব্র উত্তেজনা গোটা দেশে। পাশাপাশি ৩ রা জানুয়ারি সংসদীয় কমিটির মিটিং। সেই কারণেও সকল সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী ৫ ই জানুয়ারি শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *