অটো ও ভ্যানের সংঘর্ষে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ সেপ্ঢেম্বর৷৷ মারুতী ও অটোর মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছে শিশুসহ তিনজন৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সোয়া বারোটা নাগাদ চড়িলামের পরিমল চৌমুহনীতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-এফ-২৪১৩ নম্বরের একটি অটো যাত্রী নিয়ে রানীর বাজার থেকে কুপিলংয়ের দিকে যাচ্ছিল৷ পরিমল চৌমুহনীতে পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা টিআর-০১-এফ-০৫৪৩ নম্বরের একটি মারুতী ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়েছে৷ তাতে অটোর তিন যাত্রী তুলেনা দাস (৬০) এবং তার মেয়ে বুল্টি দেবনাথ (২৪) ও নাতিন দীয়া দেবনাথ (৫)৷ তিনজনই গুরুতর জখম হয়৷ তুলেনা দাস অটো থেকে ছিটকে পড়ে যায় রাস্তায়৷ দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে ছুটে যায়৷ আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ তুলেনা দাসের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বাকি দুইজনের চিকিৎসা চলছে বিশালগড়ে৷ এদিকে, অটো চালক প্রসেনজিৎ পাল (৩২) কে পুলিশ গ্রেপ্তার করেছে৷ অন্যদিকে মারুতী ভ্যানের চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *