থমথমে মান্দাই, মোতায়েন আসাম রাইফেলস, বন্ধে শুনশান জিরানীয়া, সাংবাদিক খুনের তদন্তে নেমে গ্রামে গ্রামে তল্লাসী, দুই যুবককে তুলে আনল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ থমথমে হয়ে আছে মান্দাই৷ মানুষজন আতঙ্কগ্রস্থ৷ নিরাপত্তা বাহিনীর বুটের

সাংবাদিক শান্তনু ভৌমিক খুনের মামলায় দুই যুবককে পুলিশ আদালতে সোপর্দ করেছে৷ ছবি নিজস্ব৷

আওয়াজ৷ গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় শসস্ত্র পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাপাদাপি৷ নিরাপত্তা বাহিনীর চিরুণী তল্লাসী অভিযান৷ সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনিদের সনাক্ত করা৷ এদিকে, বুধবার রাতেই পুলিশ দুই যুবককে এই খুনের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করেছে৷ তারা হল বিকাশ দেববর্মা ও শ্যামল দেববর্মা৷ তাদের বাড়ি গড়িয়া সর্দার পাড়া এবং এন ই সি কলোনী৷ বৃহস্পতিবার তাদের আগরতলায় সিজেএম কোর্টে সোপর্দ করা হয়৷ পুলিশের তরফ থেকে আদালতে ১৪ দিনের রিমান্ডের আর্জি জানানো হয়েছিল৷ আদালত পুলিশের আর্জি মঞ্জুর করে ধৃত দুই যুবককে ১৪ দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে৷
বৃহস্পতিবার বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী গোটা মান্দাইকে একপ্রকার কর্ডন করে রাখে৷ বাড়ি ঘরে গিয়ে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা যুবকদের ডেকে এনে জোর জিজ্ঞাসাবাদ চালায়৷ মোট দশজনকে সন্দেহের তালিকায় রাখা হয়৷ তারপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাইজলবাড়ী থেকে দুইজনকে আটক করা হয়৷ তাদের নামধাম পুলিশ জানায়নি৷
অন্যদিকে, বুধবারের সংঘর্ষ ও সাংবাদিক খুনের ঘটনার পর গোটা মান্দাই এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছিল৷ শ্মশানের নীরবতা সৃষ্টি হয় গোটা মান্দাইয়ে৷ থমথমে হয়ে থাকে বধ্যভূমি মান্দাই৷ এদিকে, সিপিএমের তরফ থেকে বৃহস্পতিবার জিরানীয়া মহকুমায় বন্ধ ডাকা হয়েছিল৷ সেই বন্ধে ব্যাপক প্রভাব পড়েছে৷ জিরানীয়া মহকুমার সমস্ত বাজারগুলিতে কোন দোকানপাঠ খুলেনি৷ যান চলাচাল করেনি৷ দূরপাল্লার গাড়িগুলিও এদিন কোন ঝঁুকি নিয়ে চলাচল করেনি৷ বন্ধ চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ টিএসআর ও পুলিশ কর্মীরা রীতিমতো রণসাজে সজ্জিত ছিল৷ বজ্র, বরুণ ইত্যাদি রায়ট কন্টোল সরঞ্জান নিয়ে এদিন মান্দাই ও জিরানীয়ার বিভিন্ন এলাকায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল৷ পশ্চিম জেলার পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরা দিনভর পরিস্থিতির উপর নজরদারী চালিয়েছে৷ যদিও অন্য পাঁচটি বন্ধের মতো এই বন্ধ ছিল না৷ এই বন্ধে জনগণ এক আতঙ্কের পরিবেশে দিন কাটিয়েছেন৷ মান্দাই সহ আশেপাশের লোকজনের বিনীদ্র রাত কাটছে৷
এদিকে খোয়াই থেকে জাগরণ এর প্রতিনিধি জানিয়েছেন, বুধবার রাতে বাইজলবাড়ীতে যে পাঁচজন আইপিএফটি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়৷ বিচারক ধৃতদের ১৩ দিনের জন্য জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ খোয়াই জেলার বিভিন্ন এলাকায় এখনো থমথমে হয়ে রয়েছে৷ পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়মিত টহল দিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *