বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গ্রাহকরা পথ অবরোধ করলেন বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ আগস্ট৷৷ বিদ্যুৎ এর দাবীতে পথ অবরোধ করল এলাকাবাসী৷ ঘটনা বিশালগড় মুন্সি বাড়িতে৷ খবরে জানা যায় ৩৬ ঘন্টা ধরে কিশানগর ১০ নং ওয়ার্ড এর মুন্সিবাড়ী এলাকা ও প্রভূরায় পুর গ্রাম পঞ্চায়েতের ৭নং ওয়ার্ডে বিদ্যুৎ এর দেখা নেই৷ বাধ্য হয়ে এলাকাবাসী আজ সন্ধ্যা ৬ টায় বিশালগড় বক্সনগর সড়কটি কড়ইমুড়ায় অবরোধ করে৷ পাশে বিদ্যুৎ কর্মীদেরও আটকে রাখে৷ অবরোধের ফলে উভয় দিকে শত শত গাড়ি আটকে পড়ে৷ খবর পেয়ে বিশালগড় থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সত্যজিৎ মল্লিক ছুটে আসে৷ আগামী কালের মধ্যে বিদ্যুৎ লাইন সারাইয়ের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়৷ এলাকাবাসীর অভিযোগ কড়ইমুরা এলাকাতে প্রায় সময় বিদ্যুৎ থাকে না৷ বিশেষ করে মুন্সিবাড়িতে৷  যদিও এই এলাকাটি বিশালগড় মিউনিসিপলটির অন্তর্গত৷ কিন্তু প্রায় সময় এই এলাকার ট্রান্সফর্মার বিকল হয়ে যায়৷ কোন রকম জোড়া তালি দিয়ে বিগত এক বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷ কিন্তু প্রায় সময় এই এলাকায় বিদ্যুৎ না থাকার দরুন জলের সমস্যা হচ্ছে৷ ছাত্রছাত্রীরা পড়াশুনাও ঠিকমত করতে পারছেনা৷ কচিকাঁচারা তীব্র গরমে নাজেহাল বলে এলাকাবাসী অভিযোগ দীর্ঘ ৩৬ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর পত অবরোধ করে বলে জানায়৷ উল্লেখ্য যে গত চার মাস আগে একই দাবীতে এলাকার বাসীন্দারা পথ অবরোধ করেছিল৷ তখন সিপাহীজলা জেলা সভাধিপতি ফকরউদ্দিন আহমেদ পরের দিন নতুন ট্রান্সফর্মার দেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠেছিল৷ কিন্তু আজ পর্যন্ত কোন নতুন ট্রান্সফর্মারই লাগানো হয়নি বলে অভিযোগ৷ দেখা যাক এই বারের পথ অবরোধের ফলে নতুন ট্রান্সফর্মার পায় কিনা৷