নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট ৷৷ জিএফআর ২০১৭ (জেনারেল ফিনান্সিয়াল রুলস) সংশোধনের ফলে রাজ্য সরকারের চারটি দপ্তর ছাড় পেয়েছে৷ গ্রামোন্নয়ন, কৃষি, বন এবং পঞ্চায়েত এই চারটি দপ্তর এখন থেকে জিএফআর মেনে খরচ করতে হবে না৷ দপ্তর চাইলে সরাসরি যে কোন কিছু কিনতে পারবে৷ বৃহস্পতিবার মহাকরণে এই সংবাদ দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া৷
তিনি জানান, নতুন জিএফআর গ্রহণ করেছে৷ সে মোতাবেক রাজ্য সরকারও জিএফআর সংশোধন করেছে৷ তাতে চারটি দপ্তরকে ছাড় দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের গ্রামোন্নয়ন, কৃষি, বন এবং পঞ্চায়েত দপ্তরের এখন থেকে জিএফআর মেনে খরচ করতে হবে না৷
তাতে ধারণা করা হচ্ছে, এখন থেকে এই চারটি দপ্তর নিজেদের খেয়াল খুশি মতো খরচ করবে৷ সম্প্রতি উচ্চ আদালত গ্রামোন্নয়ন দপ্তরকে জিএফআর মেনে খরচ করার জন্য নির্দেশ দিয়েছিল৷ কিন্তু, এখন জিএফআর সংশোধন হওয়ায় গ্রামোন্নয়ন দপ্তর তাতে ছাড় পেয়েছে৷ ফলে, উচ্চ আদালতের নির্দেশ মেনে জিএফআর মোতাবেক খরচ করার কোন বাধ্যবাধকতা রইল না৷ গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতে জিএফআর সংশোধনের বিষয়টি জানানো হবে৷
এদিকে, রেগা প্রকল্পে মেটেরিয়াল কম্পোনেন্টের টাকা ঠিক মতো না পাওয়ায় কাজ করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷ এখন পর্যন্ত প্রথম কিস্তির ১৭৭ কোটি টাকা পাওয়া গেছে৷ তার মধ্যে ৪০ কোটি টাকা মেটেরিয়াল কম্পোনেন্ট বাবদ৷ তিনি জানান, যেখানে জিনিষের প্রয়োজন সেখানে টাকার অভাবে কাজ করা যাচ্ছে না৷ তাই, গড়ে এখন পর্যন্ত ১৪ শ্রম দিবস কাজ হয়েছে৷ দূর্গোৎসবের আগে ২০ শ্রম দিবস কাজ হতে পারে বলে আশা করা যাচ্ছে৷
2017-08-25
