কলকাতা, ১০ অগাষ্ট (হি.স.) : শেষপর্যন্ত নারদকান্ডে ইডি দফতরে হাজির হলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার ১১.৫৩ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন।তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। পরে দুপুর নাগাদ জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়।
শোভনবাবুর বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা সাংবাদিক স্যাম্যুয়াল ম্যাথুর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। শুধু তাই নয়, কলকাতা পুরসভার মেয়রের অফিসের অ্যান্টি চেম্বারের বসে ঘুষ নিয়েছেন। এই নিয়ে তিনবার শোভনবাবুকে নোটিশ দিয়ে তলব করেছে ইডি। এর আগে দুবার তাকে ডাকলেও ইডির দফতরে অাসেননি শোভনবাবু। একবার বসিরহাটের উত্তেজনাময় পরিস্থিতির দোহাই দিয়ে, আরেকবার ব্যাপক বৃষ্টিতে কলকাতার বানভাসি অবস্থার কথা বলে ইডিকে এড়িয়ে যান তিনি। আইনজীবী পাঠিয়ে ইডির কাছে সময়ও চেয়ে নেন।
কিন্তু এবার তদন্ত না এড়িয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া উচিত, দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই মনোভাব বুঝেই বৃহস্পতিবার ইডি দফতরে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়র। এদিকে, শুক্রবার ইডি তলব করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। অাবার অাগামী ২২ অগাষ্ট পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠিয়েছে।
বুধবারই এই নারদকান্ডের জেরে ইডি দফতরে হাজির হয়েছিলেন রাজ্যের পুর ও দমকল মন্ত্রী ফিরহাদ হাকিম। এর আগেও নারদকান্ডে তৃণমূলের উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদকে জেরা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় সুলতানের ভাই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবালকেও।
2017-08-10

