মমতার আর সিপিআইএমে এলার্জি নেই, কটাক্ষ সুদীপের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ এখন সিপিআইএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন এলার্জি নেই৷ তিনি সোনিয়া গান্ধীর ডান পাশে তার সীতারাম ইয়েচুরির বাম পাশে বসতে দ্বিধা বোধ করেননা৷ সোমবার নিঃশর্ত ভাবে বিজেপিতে যোগদানের ঘোষণা করে নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় ভুল পথে হেঁটেছেন বলে আক্ষেপ করে একথা বলেন সুদীপ রায় বর্মণ৷ এদিন নিঃশর্ত ভাবে বিজেপিতে যোগদান করেন তার অনুগামী ৫ বিধায়কও৷ বিধায়ক এবং তাদের সমর্থকদের কোন পদের মোহ না রেখে পার্টির কাজে ঝাঁপিয়ে পড়ারও আবেদন করেন তিনি৷ এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত যোগদান সভায় সুদীপ রায় বর্মণ বলেন, দীর্ঘ ৩০-৩৫ বছর তিনি কংগ্রেসের জন্য বৃথা কাজ করে গেছেন৷ আর সর্বশেষে একবছর তৃণমূল কংগ্রেসের৷ কিন্তু সবই বৃথা হয়েছে৷ এরাজ্য থেকে সিপিআইএমকে হটানোর ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিধানসবা নির্র্বচনে কংগ্রেস সিপিআইএম একাকার হয়ে নির্র্বচনে লড়ছে৷ এরপর আর ওই দলে থাকার কোন যুক্তি ছিল না তাই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া৷ কিন্তু এখন সিপিআইএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোন এলার্জি নেই৷ তিনি সোনিয়া গান্ধীর ডান পাশে আর সীতারাম ইয়েচুরির বাম পাশে বসতে দ্বিধা বোধ করেন না৷ এ অবস্থায় পরিবর্তনের জন্য বহুবার কর্মসূচীতে তিনি অপ্লুত৷ অমিত শাহ এত সাধারণ মানুষ যা তার সঙ্গে দেখা করার আগে বোঝাই যায়নি৷ বিজেপির কর্মধারায় তিনি নিজেকে সমর্পণ করার ঘোষণা দিয়ে তার কর্মী সমর্থকদের নিঃস্বার্থ ভাবে কোন পদের মোহ না রেখে ঝাঁপিয়ে পরতে বললেন৷