BRAKING NEWS

পরবর্তী উপ-রাষ্ট্রপতি নাইডুকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

কলকাতা, ৫ আগস্ট (হি.স.) : দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে অভিনন্দন জানলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবারের নির্বাচনে প্রত্যাশিতভাবেই বিপুল ভোট গোপালকৃষ্ণ গান্ধীকে হারিয়ে দেশের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু। বিরোধী দলের প্রার্থী প্রাক্তন কূটনীতিক তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে ৫১৬–২৪৪ ব্যবধানে হারান তিনি | এর পরই রাজভবন থেকে এক বিবৃতিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেছেন, \”উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত এম ভেঙ্কাইয়া নাইডুকে উষ্ণ অভিনন্দন জানান । নাইডু তাঁর দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা রাজ্যসভার কাজ সুচারুরূপে পরিচালনা করবেন বলে মনে করেন রাজ্যপাল ত্রিপাঠী ।
এদিকে এদিন, ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমাদের পরবর্তী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু জি’কে অভিনন্দন | আমরা তাঁর ভাল চাই |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *