নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ সরকারী জমি পুনরুদ্ধারকে কেন্দ্র করে রনক্ষেত্রের রূপ নেয় হারাধন সংঘ এলাকা৷ জবর দখলকারীর আক্রমনের মুখে পড়তে হয়েছে স্থানীয় কাউন্সিলার অপরুপা দেববর্মাকে৷ এদিকে, এই অভিযান চলাকালীন যে তথ্য উঠে এসেছে, তাতে মুখ পুড়েছে পুর নিগমের৷ বৃহস্পতিবার সকালে পুর প্রশাসনের টাস্ক ফোর্স হারাধন সংঘের অঞ্জন দেববর্মার দখলকৃত সরকারী জমির দেড় গন্ডা জায়গা উদ্ধার করতে গিয়েই বচসার সৃষ্টি হয়েছে৷ সরকারী জমি হলেও, দেড় গন্ডা জায়গা নিজের নামেই রয়েছে তার প্রমান তোলে ধরেন অঞ্জনবাবু৷ এনিয়ে বাকবিতন্ডা শুরু হলে ছুটে আসেন স্থানীয় ক্লাবের কর্মীরা৷ তাতে জমি উদ্ধার ঘিরে দক্ষযজ্ঞ বেধে যায় এলাকায়৷ স্থানীয় একাংশের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে অঞ্জন দেববর্মা জমি জবরদখল করেছেন৷ দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পুর প্রশাসন এখন ব্যাকফুটে৷ আরো অভিযোগ, স্থানীয় ক্লাবের একটি চক্রও জমি কেনাবেঁচা ও জবরদখলে মদত দিয়েছে৷ ডিমসাগরের বিস্তৃর্ণ অংশ জবরদখল মুক্তই করতে পারেনি প্রশাসন৷ সরকারী জমি পুনরুদ্ধারে গিয়ে পুর পারিষদ ও ক্লাবের কর্মীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপের হুশিয়ারী দিয়েছেন অঞ্জনবাবু৷ খবর পেয়ে এসডিএম অফিস থেকে কয়েকজন আধিকারীক ছুটে যান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়৷ সূত্রের খবর, ত্রি-পাক্ষিক বৈঠকে বসে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে৷ তবে, কয়েক দশক পর আচমকা জবরদখলমুক্ত অভিযান কেন প্রশাসনের, সেই প্রশ্ণ উঠেছে৷ সরকারী জমি কিভাবে জবরদখলকারীরা কাগজে পত্রে জোত বানিয়েছে, তা নিয়েও প্রশ্ণ জনগণের৷ এই ঘটনায় এলাকায় দিনভর উত্তেজনা বিরাজ করেছে৷
2017-07-14

