বিলোনীয়ায় দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ জুন৷৷ দিন দুপুরে বিলোনীয়ায় চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে৷ শুক্রবার বিলোনীয়ায় নেতাজীপল্লীর বাসিন্দা পেশায় শিক্ষক খোকন পালের বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে৷ এদিন তিনি সকাল সাড়ে দশটায় সুকলের উদ্দেশ্যে বেরিয়ে যান৷ সকাল ১১টা নাগাদ তাঁর স্ত্রী বাড়ি থেকে ৩০০ মিটার দূরে বোনের বাড়িতে যান৷ এক ঘন্টা পর বাড়ি ফিরে তিনি খোকনবাবুর স্ত্রী দেখতে পান বাড়ির তালা ভাঙ্গা৷ ঘরে ঢুকে দেখতে পান আলমারিও ভাঙ্গা৷ তিনি জানিয়েছেন, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়৷ পুলিশ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে একটি মামলা নিয়েছেন৷ দিন দুপুরে বিলোনীয়ায় চুরির ঘটনায় জনমনে আতঙ্কের দেখা দিয়েছে৷