নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ সাংবাদিক হেনস্থার সাথে জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷ আদালতে ধৃতদের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে৷ ধৃতরা দুজনই সিপিএমের ক্যাডার বলে জানা গিয়েছে৷ তারা হল পিন্টু মজুমদার এবং অভীক চৌধুরী৷
সংবাদে প্রকাশ, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন চিত্র সাংবাদিক প্রণব শীল৷ অভিযুক্ত শাসক দলের ক্যাডার৷ প্রবল চাপের মধ্যে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছিল৷ ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার শহরতলীর যোগেন্দ্রনগর বিদ্যাসাগর বাজারে৷ সেখানে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গোলমাল হয়৷ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ সেখানে সংবাদ সংগ্রহ করতে যান চিত্র সাংবাদিক প্রণব শীল৷ তখন সিপিএম পার্টি অফিসের যোগেন্দ্রনগর লোকাল কমিটির অফিস থেকে ক্যাডাররা ধারালো অস্র নিয়ে হামলা চালায় চিত্র সাংবাদিকের উপর৷ সেখানে উপস্থিত জনতা প্রতিবাদও জানায়৷ কিন্তু, পুলিশকর্মীরা ছিলেন রীতিমতো নিরব দর্শকের ভূমিকায়৷ শাসক দলের তল্পিবাহক পুলিশের সামনে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটলেও পুলিশ তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি৷ পরবর্তী সময়ে সাংবাদিক মহল থেকে পুলিশের উপর চাপ সৃষ্টি করা হয়৷ তখনই মামলা নিয়ে গ্রেপ্তার করা হয় দুজনকে৷
2017-07-01

