নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ তেলিয়ামুড়া, ২৯ মে৷৷ মিনি ট্রাক ও বাইকের মুখোমুখী সংঘর্ষে মৃত্যু হয়েছে বাইক চালকের৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা নাগাদ আর কে পুর থানার অধীন উদয়পুরের পেরাতিয়া এলাকায়৷ নিহত ব্যক্তির নাম অনন্ত হরি জমাতিয়া৷ বয়স পঞ্চাশ৷ বাড়ি বীরগঞ্জের গোমাকুবাড়িতে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-জে-১৫৬ নম্বরের একটি মিনি ট্রাক গর্জি থেকে উদয়পুর যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০১-এ- ৯৮৮০ নম্বরের একটি বাইক৷ বাইক ও মিনি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয় পেরাতিয়া এলাকায়৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক অনন্ত হরি জমাতিয়া৷ তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশও৷ মৃতদেহ নিয়ে যাওয়া হয় টেপানিয়াস্থিত ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ আটক করা হয়েছে বাইক ও মিনি ট্রাকটি৷ তবে মিনি ট্রাকের চালক দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷
এদিকে, পাহাড়ে যান দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন শ্রমিক৷ বর্তমানে দুইজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ বর্তমানে তারা হাসপাতালে ভর্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুইটা নাগাদ আঠারমুড়া পাহাড়ের বিলাইকাং এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন বিলাইকাং এলাকায় রাস্তা সংস্কারের কাজে নিযুক্ত শ্রমিকরা একটি ট্রিপার ট্রাকে করে কাজের স্থলে যাচ্ছিল৷ কিছু দূর যাওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়৷ তাতে পাঁচজন শ্রমিক আহত হন৷ তাদের মধ্যে নকুল দেববর্মা (২২) এবং বিরন দেববর্মা (২৪) গুরুতরভাবে আহত হন৷ বর্তমানে দু’জনের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে৷ এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছে৷ এই ব্যাপারে একটি মামলা নিয়েছে পুলিশ৷