BRAKING NEWS

ব্যাপক বর্ষণে শ্রীলঙ্কায় বন্যা পরিস্থিতি, দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): অবিরাম বর্ষণের জেরে প্রবল ভূমিধসে শ্রীলঙ্কায় কমপক্ষে ৯১ জনের মৃতু্য হয়েছে| খোঁজ নেই শতাধিক মানুষের| দ্বীপরাষ্ট্রে ৯১ জন মানুষের অকাল মৃতু্যতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কার ভাই-বোনদের পাশে আমরা আছি| শুক্রবার প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ত্রাণ সামগ্রী নিয়ে শনিবার সকালে কলম্বো পেঁ ছবে একটি জাহাজ| দ্বিতীয়টি পেঁ ছবে রবিবার| প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণ সামগ্রী পাঠাল ভারত| পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে আইএনএস জালাশওয়ান নামে একটি জাহাজ খাবার, ওষুধ, জামাকাপড় ও জল নিয়ে রওনা দিয়েছে|
উল্লেখ্য, শুক্রবার শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়| একনাগাড়ে বর্ষণের কারণেই অনেক জায়গাতেই বন্যাপরিস্থির সৃষ্টি হয়েছে| দেশের দক্ষিণ ও পশ্চিম অংশের প্রায় ২০ হাজার মানুষ দুর্যোগের মধ্যেই ঘরছাড়া| শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরের ভিত্তিতে ৯১ জনের মৃতু্য নিশ্চিত করেছে প্রশাসন| এখনও নিখোঁজ শতাধিক মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *