আগরতলা, ৪ মে(হিঃস)৷৷ রেগার কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর নজরদারিতে বেকায়দায় পরেছে রাজ্য সরকার৷ রেগার কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব চাইছে কেন্দ্র৷ কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা, কাগজপত্রের হিসাবের সঙ্গে বাস্তবের মিল রয়েছে কিনা তা তদন্ত করে দেখতে ইতিমধ্যে কেন্দ্রীয় টিম রাজ্যে এসে পৌঁছেছে৷ তদন্তও শুরু করেছে৷ রাজ্য প্রশাসন সূত্রে জানাগেছে, রেগার কাজের তদন্তে এসে অনিময় ও দুর্নীতির তথ্যপ্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী টিম৷ সম্প্রতি রাজ্যে এসে ব্লকে ব্লকে গিয়ে কাজের ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় টিম৷ কাগজপত্রের সঙ্গে কাজের বাস্তবের মিল পাচ্ছে না তারা অনেক ক্ষেত্রেই৷ কম্পিউটারে ডাটা এন্ট্রির সঙ্গে রেগার জব কার্ডের এন্ট্রির কোন কোনও মিলই নেই৷ বেশ কটি ব্লকেই এই হাল৷ রেগার কাজের অনিয়ম, দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় টিম৷ জেলাশাসকের কাছে জবাব চেয়েছে কেন্দ্রীয় টিম৷
এদিকে কেন্দ্রীয় টিম আসতেই জেলা ও ব্লক প্রশাসনের রেগার হিসাব মেলাতে তোড়জোড় চলছে৷ জানা গেছে, বছর ভিত্তিক রেগার বরাদ্দ টাকার যেসব কাজ সম্পন্ন হয়েছে বলে ইতিপূর্বে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে পাঠানো হয়েছে কিনা তা সরেজমিনে দেখতে চাওয়াতে বেকায়দায় পরেছে ব্লক প্রশাসন৷ বহু ক্ষেত্রে কোনও কিছুই পাচ্ছে না কেন্দ্রীয় টিম৷ অনিয়মের তথ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরে জমা পড়ল রাজ্যে রেগার বরাদ্দ কমবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা৷
2017-05-05
