চাকুরীর দাবীতে গণবস্থান কৃষি ও উদ্যান স্নাতকদের, আন্দোলন প্রত্যাহারের হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ বেকারদের সাথে রাজ্য সরকারের প্রতারণা ও বঞ্চনার চিত্র একের পর এক প্রকাশ্যে আসছে৷ একদিকে, চাকুরী না দিয়ে বঞ্চিত করা হচ্ছে, অন্যদিকে আন্দোলনে নামলে সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য চলছে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন৷ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছে কৃষি ও উদ্যান স্নাতক সমিতির কর্মকর্তারা৷ গণবস্থানে বসার পর তাদেরকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য৷ আন্দোলনকারীদের একজন অভিযোগ করেছেন ঐ ফোন কলটি এসেছে মহাকরণ থেকে৷ এভাবে আন্দোলনকে প্রতিহত করা যাবে না বলেও আন্দোলনকারীরা জানিয়েছেন৷ প্রয়োজনে তারা আদালতের শরণাপন্নও হবেন বলে জানিয়েছেন৷
শূন্য পদে নিয়োগের দাবিতে ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার আগরতলা বিবেকানন্দ ময়দানের সামনে ৪৮ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়৷ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘ ৭ বছর কৃষি বিভাগে টিএএফএস গ্রেড-১(এগ্রি-অফিসার) পদে কোন নিয়োগ করা হয়নি৷ মোট ৩৮৩ টি পদের মধ্যে ২৩৭ টি পদ শূন্য৷ তারা আরও জানায় এগ্রিকালচার টেকনোলোজি ম্যানেজমেন্ট কেন্দ্রীয় প্রকল্পেও একমাত্র ত্রিপুরায় কৃষি দফতরে একটি পদেও লোক নিয়োগ করা হয়নি৷ ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে ২০১২ সাল থেকে টিএএফএস গ্রেড-১(এগ্রি-অফিসার) পদে লোক নিয়োগ করার জন্য কৃষি দফতরের আধিকারিকদের বহুবার অনুরোধ এবং ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ পাশাপাশি ২০১৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিদ্ধক সরকারের সাথে দেখা করা হয়েছে এবং তিনি আশ্বাসও দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখবেন৷ কিন্তু এখনো পর্যন্ত এবিষয়ে সরকারের পক্ষ থেকে কোন প্রকার উদ্যোগ না নেওয়াতে এক প্রকার হয়েই এই ৪৮ ঘন্টার গণ-অবস্থানে সামিল হয়েছে বলে ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে৷
ত্রিপুরা বেকার কৃষি ও উদ্যান স্নাতক সমিতির দাবি টিএফসি গ্রেড-১ পদে যে ৫০টি শূন্যপদ, নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা উচ্চ আদালতের রায় মেনে ঠিক করে এবং ঐ বিজ্ঞপ্তির (০৬-২০১৬) মধ্যদিয়ে আর শূন্যপদে বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়া অতিদ্রুত সম্পন্ন করা হোক৷