আনন্দপুর অগ্নিকাণ্ড: ঘটনাস্থলে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা, গার্ডরেলে সাঁটানো নোটিস; দুপুরে যাওয়ার কথা শুভেন্দুর

আনন্দপুর, ২৯ জানুয়ারি : আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে পাঁচজনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মর্মে গার্ডরেলে নোটিস সাঁটিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত জমায়েতের ফলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর কর্মসূচির আগেই ঘটনাস্থল ঘিরে পুলিশের তরফে নিষেধাজ্ঞার নোটিস জারি হওয়ায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে গড়িয়া শীতলামন্দির চত্বর থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ সেখানে ১৬৩ ধারা জারি করায় আদালতের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ মামলার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত রবিবার আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় দুটি গুদামে ভয়াবহ আগুন লাগে। তার মধ্যে একটি ছিল ওয়াও মোমো সংস্থার গুদাম এবং অন্যটি একটি ডেকরেটার্সের গুদাম। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে। ওই দেহাংশগুলি এক জনের নাকি একাধিক ব্যক্তির, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, মোট ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে থানায়।

বৃহস্পতিবার সকালেও আগুনে পুড়ে যাওয়া গুদাম দু’টির ধ্বংসস্তূপ সরানোর কাজ চলেছে। জেসিবি ও ক্রেনের সাহায্যে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, কেটে নামানো হচ্ছে গুদামের টিনের শেড। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত প্রায় ৩টে নাগাদ প্রথমে ডেকরেটার্সের গুদামে আগুন লাগে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ওই গুদামের মালিক গঙ্গাধর দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply