নিম্ন আদালতে বিচারক নিয়োগ: সুপ্রিম কোর্টের নির্দেশে জট কাটল, আপত্তি খারিজ

কলকাতা, ২৩ জানুয়ারি: নিম্ন আদালতের ২৯টি শূন্যপদে সিভিল জাজ নিয়োগকে কেন্দ্র করে তৈরি জট অবশেষে কাটল। সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখে মামলাকারীদের আপত্তি খারিজ করে দিয়েছে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও বাধা আর থাকল না।

মামলায় জানানো হয়েছিল, ২০২২ সালের ৩০ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৯টি শূন্যপদে বিজ্ঞপ্তি জারি করেছিলেন। এর মধ্যে সরাসরি শূন্যপদ (ক্লিয়ার ভ্যাকেন্সি) ছিল ১২টি এবং আসন্ন শূন্যপদ (অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি) ছিল ১৭টি। কোন ক্ষেত্রে কতগুলি পদ সংরক্ষিত থাকবে, সেটিও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশের মাধ্যমে নিম্ন আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়ার পথ মসৃণ হলো। বিচারক পদে শূন্যস্থান ও সংরক্ষণের বিষয়ে আদালতে চলা মামলা খারিজ হওয়ায় নিয়োগ প্রক্রিয়া নিরবচ্ছিন্নভাবে এগোতে পারবে।

Leave a Reply