নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আগে আজ জাতীয় রাজধানী নয়াদিল্লির কার্তব্য পথে অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজের পূর্ণাঙ্গ ড্রেস রিহার্সাল। সকাল ১০টা ৩০ মিনিটে বিজয় চৌক থেকে রিহার্সাল শুরু হয়ে রেড ফোর্ট পর্যন্ত অগ্রসর হবে এই কুচকাওয়াজ।
এই রিহার্সালে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য, সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক মনোমুগ্ধকর ঝলক তুলে ধরা হবে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন মার্চিং কন্টিনজেন্টের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেবে, যা ভারতের বহুত্ববাদ ও ঐক্যের বার্তা বহন করবে।
এছাড়াও ভারতীয় বায়ুসেনার বিভিন্ন যুদ্ধবিমান ও বিমান কার্তব্য পথের আকাশে এক শ্বাসরুদ্ধকর এরিয়াল ডিসপ্লে প্রদর্শন করবে, যা দর্শকদের বিশেষ আকর্ষণ হবে।
দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কুচকাওয়াজটি বিজয় চৌক থেকে শুরু হয়ে কার্তব্য পথ, সি-হেক্সাগন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজি সুভাষ মার্গ হয়ে রেড ফোর্টে গিয়ে শেষ হবে। যানজট এড়াতে সাধারণ মানুষকে এই রুটগুলিতে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
তবে যাত্রীদের সুবিধার্থে ড্রেস রিহার্সালের দিন দিল্লি মেট্রো রেল পরিষেবা স্বাভাবিক থাকবে এবং সমস্ত মেট্রো স্টেশন সাধারণ মানুষের জন্য খোলা থাকবে বলে জানানো হয়েছে।

