দিল্লিতে বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি: নয়াদিল্লিতে বিজেপির পার্টি হেডকোয়ার্টারে গিয়ে দলের নবনির্বাচিত জাতীয় সভাপতি  নীতিন নবীনকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির নবনির্বাচিত জাতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি গর্বিত। তাঁর মতে,  নীতিন নবীনের দূরদর্শী ও প্রেরণাদায়ক নেতৃত্ব দলের সংগঠনকে নতুন দিশা দেখাবে এবং কর্মী-সমর্থকদের মধ্যে গর্ব ও আশার সঞ্চার করবে।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, বিজেপির মহান আদর্শ ও সংগঠনকে আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছে দিতে নীতিন নবীনের নেতৃত্বে দল সফল হবে—এই প্রত্যাশাই তিনি ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব পালনে অশেষ সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply