বিশালগড়, ১৮ জানুয়ারি:
গভীর রাতে লেম্বুতুলী হাজারী চৌমুহনীর বণিক বাড়িতে হানা দিল বিশালগড় থানার পুলিশ। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শাসকদল আশ্রিত নেশা ও চোরাচালান কারবারের অন্যতম বড় মাফিয়া হিসেবে পরিচিত বুরো বণিকের ঠেকে এই অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালীন বুরো বণিকের বাড়ি থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ট্রাক ভর্তি দামী কাপড়, মোবাইল ফোনের ডিসপ্লে, বাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য রাখা বিপুল পরিমাণ বারুদের প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর বাজারমূল্য কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান।
এছাড়াও বাড়ির পেছনের অংশে অবৈধভাবে গড়ে তোলা একটি গাঁজা বাগান শনাক্ত করে পুলিশ। পরে সেই গাঁজা গাছগুলি ধ্বংস করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

