মোহনপুরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ই-লবি উদ্বোধন, মাথাপিছু আয় বৃদ্ধির দাবি কৃষিমন্ত্রীর

মোহনপুর, ১৫ জানুয়ারি: গত সাত বছরে রাজ্যের মানুষের বার্ষিক মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমনটাই দাবি করলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক-এর উদ্যোগে মোহনপুর বাজারে ই-লবি’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে মোহনপুর বাজারে স্থাপিত এই ই-লবি’র মাধ্যমে দিনরাত ২৪ ঘণ্টা টাকা তোলা যাবে। পাশাপাশি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গ্রাহকরা এখান থেকেই টাকা জমা দিতে এবং পাসবুক আপডেট করাতে পারবেন। ফলে ব্যাংক শাখায় ভিড়ের প্রয়োজনীয়তা অনেকটাই কমবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বর্তমানে স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে রাজ্যের মোট জমা রয়েছে ১৩ হাজার ৯৪২ কোটি টাকা। অন্যদিকে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রাজ্যজুড়ে ১৫০টি শাখায় মোট জমা ১০ হাজার ১৯৬ কোটি টাকা। শুধু মোহনপুর এলাকাতেই ২৮ হাজার ৬২৮ জন গ্রাহক প্রায় ৫৫ কোটি ৬৬ লক্ষ টাকা জমা রেখেছেন।
সরকারের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাত বছরে রাজ্যের মানুষের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন খাদ্যের জন্য চিন্তা করতে হয় না, প্রায় প্রত্যেকেরই পাকা ঘর রয়েছে, ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা পাচ্ছে এবং বিদ্যুৎ পরিষেবাও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ।

Leave a Reply