প্রবীণ আইনজীবীকে গালিগালাজ ও হুমকির অভিযোগে উত্তালসাব্রুম, এসডিএম বদলির আশ্বাস মুখ্যসচিবের

আগরতলা, ১৩ জানুয়ারি: সাব্রুমে এক প্রবীণ আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত সাব্রুমের মহকুমা শাসক অভিজিৎ সিং যাদব-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এসডিএম কোর্ট ও দলিল সংক্রান্ত সমস্ত কাজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সাব্রুম বার অ্যাসোসিয়েশন।

ঘটনার পরিপ্রেক্ষিতে সাব্রুম মহকুমা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন-এর বরিষ্ঠ সদস্যরা রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, তাদের প্রধান দাবি ছিল অভিযুক্ত মহকুমা শাসককে অবিলম্বে বদলি করা।

বার অ্যাসোসিয়েশনের দাবি মেনে নিয়ে মুখ্যসচিব আশ্বাস দেন যে, দ্রুত ওই আধিকারীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি আইনজীবী সংগঠনের সঙ্গে আলোচনা করে ঘটনার একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান সূত্র বের করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। বার অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি অনুযায়ী, মুখ্যসচিব এদিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সাব্রুম নগর পঞ্চায়েত ভবনে অবস্থিত অস্থায়ী কোর্ট রুমে একটি মামলার শুনানিকালেই এই বিতর্কিত ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, সেই সময় প্রবীণ আইনজীবী রতন নাথ-এর সঙ্গে এই অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। ঘটনাকে কেন্দ্র করে সাব্রুমে আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply