আগরতলা, ১১ জানুয়ারি: উত্তর ত্রিপুরা জেলা সফরকালে সেখানের গুরুত্বপূর্ণ সীমান্ত প্রবেশদ্বারগুলির পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
সফরের সময় তিনি ত্রিপুরা–অসম সীমান্তে অবস্থিত চুড়াইবাড়ি চেকপোস্ট ও চুড়াইবাড়ি থানার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি ধর্মনগর এলাকায় অবস্থিত স্টোন ক্রাশিং সাইট এবং আইওসিএল ডিপোও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সেখানে থাকা পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক কার্যক্রমের খোঁজখবরও নেন। মুখ্যমন্ত্রী বলেন, চুড়াইবাড়ি চেকপোস্ট উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ত্রিপুরার সংযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তাই এর সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
রাজ্যের সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে খবর।
2026-01-11

