ভিবিজি রামজি প্রকল্প বাতিল ও মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে কংগ্রেসের আন্দোলন, আগরতলায় গণ অনশন

আগরতলা, ১১ জানুয়ারি : ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে শামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলার উদ্যোগে ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে এই জেলাভিত্তিক গণ অনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
অনশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য সরকারের পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকাকেও কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্য পুলিশের বার্ষিক রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর পর এবার রাজ্য পুলিশের মহা নির্দেশককেও নিশানা করে তিনি দাবি করেন, পুলিশ কর্তারা মিথ্যা তথ্য তুলে ধরছেন। এই পরিস্থিতিতে পুলিশের জন্য করুণা হয় বলেও মন্তব্য করেন তিনি।
ফটিকরায়ের সাম্প্রতিক ঘটনা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, রাজ্যে পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক। পুলিশ নিজেদের গরিমা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
এদিন অনশন মঞ্চ থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য পুলিশের আধিকারিকদেরও আমন্ত্রণ জানান। মানুষের স্বার্থে কংগ্রেসের আহ্বানে অনশন মঞ্চে বসে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট দাবি, অবিলম্বে মনরেগা পুনর্বহাল না হলে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে।

Leave a Reply