আগরতলা, ১০ জানুয়ারি: নিখোঁজ গৃহবধূর সন্ধান না মেলায় নতুন বছরের আনন্দ বিষাদে পরিণত হয়েছে সাব্রুম থানার অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকা। গত ১ জানুয়ারি নববর্ষের অনুষ্ঠান চলাকালীন সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হন বিশ্বজিৎ মজুমদারের স্ত্রী তনুশ্রী মজুমদার।
পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বড়খোলা গ্রামের এক যুবক সমর মজুমদার তনুশ্রী দেবীকে কিছু খাইয়ে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার পরপরই বিষয়টি সাব্রুম থানায় জানানো হলেও এক সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এখনও নিখোঁজ গৃহবধূর কোনো হদিস দিতে পারেনি।
এর ফলে দাসপাড়া এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশি তদন্তের গতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। গত ৯ জানুয়ারি বেলা প্রায় ১টা নাগাদ দেখা যায়, নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামী বিশ্বজিৎ মজুমদার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
নিখোঁজ গৃহবধূর দ্রুত উদ্ধারের দাবিতে সরব হয়েছে পরিবার ও গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এখনও পর্যন্ত তনুশ্রী দেবীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এলাকাবাসী অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

