ধর্মনগরে এ. কে. নন্দি-র গ্র্যান্ড ম্যাজিক শো-এর বর্ণাঢ্য উদ্বোধন

ধর্মনগর, ১০ জানুয়ারি : ধর্মনগরে এ. কে. নন্দি-র বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ম্যাজিক শো-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হলো আজ। ম্যাজিক শোকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শত বার্ষিকী ভবনে আনুষ্ঠানিকভাবে এই গ্র্যান্ড ম্যাজিক শো-এর শুভ সূচনা করা হয়। রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় বৃক্ষে জল সেচনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধন পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, ম্যাজিক শিল্প শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ও সুস্থ সংস্কৃতির প্রসার ঘটানো সম্ভব। তিনি এই ধরনের সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানান।

এরপর শুরু হয় এ. কে. নন্দি-র গ্র্যান্ড ম্যাজিক শো। চোখ ধাঁধানো ম্যাজিক কৌশল, রহস্যময় উপস্থাপনা ও মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। প্রথম দিনের শো-তেই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, আগামী আরও দু’দিন ধরে এই গ্র্যান্ড ম্যাজিক শো চলবে। আয়োজক ও দর্শকদের মতে, এই অনুষ্ঠান ধর্মনগরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply