লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির অষ্টম বর্ষপূর্তি ও শীতবস্ত্র বিতরণ

আগরতলা, ১০ জানুয়ারি : লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে শনিবার সংগঠনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও দরিদ্র নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের সিএলএফ-এর অন্তর্গত লক্ষ্মীপুর মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মহকুমার ব্লকটিলার অফিস গৃহের দ্বিতলায় অবস্থিত ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী শ্রীমতি মঞ্জু চাকমা ও সম্পাদিকা শ্রীমতি রীতা বর্ধন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রায় দুই শতাধিক মহিলা কর্মী।

অনুষ্ঠানের শুরুতেই অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সকলে মিলে কেক কাটেন এবং একে অপরকে কেক খাইয়ে আনন্দ-উল্লাস ভাগ করে নেন। পরে সংগঠনের দীর্ঘায়ু ও শ্রীবৃদ্ধি কামনা করে বক্তারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে দরিদ্র ও অসহায় প্রায় শতাধিক নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সকলের মধ্যে মিষ্টি ও কেক বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএলএফ-এর নেত্রী বুল্টি সাহা। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply