আগরতলা, ৯ জানুয়ারি: বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে। বিজেপির কার্যকর্তারা পশ্চিমবঙ্গে জমিনে নেমেছেন, এবারে তৃণমূলকে পালানোর সুযোগও দেওয়া হবে না। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রায় তৃণমূল কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি থেকে বিজেপিতে যোগাদান সভায় একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন সাংসদের হাত ধরে বিপুল সংখ্যক জনগণ বিজেপিতে যোগদান করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির এই যোগদান সভা করার জন্য বিভিন্ন জায়গায় অনুমতি চাওয়া হচ্ছিল। কিন্তু কোথাও অনুমতি দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত একটি জমিনে সভা করার অনুমতি পাওয়া যায়। তিনি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, এবার বিজেপি কার্যকর্তাদের জমিনে নামানো হয়েছে। এটাই তিনি চাইতেন। ভারতের বেশিরভাগ জনগণ কৃষক। জমির সাথে তাদের আত্মিক যোগ রয়েছে। এবার তাদের সেই জমিতেই নামিয়ে দেওয়া হয়েছে। এবারের তৃণমূল কংগ্রেসকে আর পালাবার সুযোগও দেওয়া হবে না। মানুষ যখন জমিতে নামে তখন সেই সরকারকে বাঁচার আর কোন উপায় দেওয়া হয় না। কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে থাকার সুযোগ পেয়েছিল, কিন্তু তৃণমূলকে পালাবার সুযোগও দেওয়া হবে না।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের কাছে সবকিছু রয়েছে। কিন্তু সেটি রেভিনিউ হয়ে রাজ্য সরকারের কাছে আসে না। সরাসরি সেগুলো তৃণমূলের নেতাদের কাছে পৌঁছে যায়। সেই কারণেই রাজ্যের উন্নয়ন হচ্ছে না। বিজেপি সরকার ক্ষমতায় আসলে, সেই টাকা বাজেটের মাধ্যমে পুনরায় সাধারণের উন্নয়নে কাজে লাগানো হবে। তবেই পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে। বাংলা থেকে তৃণমূলকে বিতারিত করার এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই বলেও এদিন দাবি করলেন সাংসদ।

