আগরতলা, ৯ জানুয়ারি: বিগত বছরের মতো চলতি বছরেও বহু জনজাতি পড়ুয়া এখনো স্কলারশিপের অর্থ না পাওয়ায় চরম অসন্তোষে ফুঁসছেন। ইতিপূর্বে একাধিকবার জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে পড়ুয়ারা দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের দ্বারস্থ হলেও সমস্যার কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ।
এরই প্রতিবাদে শুক্রবার স্কলারশিপ বঞ্চিত পড়ুয়ারা জনজাতি কল্যাণ দপ্তরে জড়ো হন। পড়ুয়ারা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ পড়ুয়ারা দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে ভিতরে বিক্ষোভ শুরু করেন।
এরপর দপ্তরের আরেক আধিকারিক পড়ুয়াদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। একসময় ওই আধিকারিক ও পড়ুয়াদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটার দিয়ে তালা কেটে দপ্তরের ভিতরে প্রবেশ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে পরিস্থিতি বেগতিক দেখে দপ্তরের আধিকারিকরা দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ, আধিকারিকদের ফোন পাওয়ার পর দপ্তরের মন্ত্রী নিজের অবস্থান বদলান।
পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পড়ুয়ারা গুরুতর অভিযোগ তুলে জানান, স্কলারশিপ না পাওয়ার পেছনে দপ্তরের মন্ত্রীরও ভূমিকা রয়েছে। পড়ুয়াদের দাবি, মন্ত্রী নিজেই বলেছেন দপ্তরের কিছু আধিকারিক টাকা খায়। ফলে শুধুমাত্র আধিকারিক নয়, এই বঞ্চনার পেছনে দপ্তরের মন্ত্রীর হাতও থাকতে পারে বলে তাদের সন্দেহ।
এখন প্রশ্ন উঠছে, এই গুরুতর অভিযোগের পর জনজাতি কল্যাণ দপ্তর কী ব্যবস্থা গ্রহণ করে। সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্কলারশিপ বঞ্চিত পড়ুয়ারা।

