খোয়াই জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ-সভাপতি অজিত দেবনাথের আকস্মিক প্রয়াণ, শোক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ জানুয়ারি: খোয়াই জেলা বিজেপির ওবিসি মোর্চার সহ-সভাপতি অজিত দেবনাথের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। রেখে গিয়েছেন দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মীকে। মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও উনার বাড়িতে যান বিজেপি কৃষ্ণপুর মন্দির সহ-সভাপতি গোপাল দাস, মহিলা মোর্চার সভাপতি সবিতা দাসসহ বিজেপির একাংশ নেতৃত্বরা।

মর্মান্তিক এই খবর পেয়েই তড়িঘড়ি চাকমা ঘাট এলাকায় প্রয়াত অজিত দেবনাথের বাসভবনে ছুটে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান তিনি। এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।দলের একনিষ্ঠ সংগঠক হিসেবে অজিত দেবনাথ খোয়াই জেলায় বিজেপি সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে ওবিসি সমাজের মধ্যে সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তাঁর অবদান দলীয় কর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

অজিত দেবনাথের প্রয়াণে কৃষ্ণপুর বিধানসভা এলাকা সহ গোটা খোয়াই জেলার বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক অভিভাবকতুল্য সংগঠককে হারিয়ে শোকাহত দলীয় নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা।

Leave a Reply