আগরতলা, ৩১ ডিসেম্বর: উত্তরাখণ্ডে পাঠরত ত্রিপুরার জনজাতি ছাত্র এঞ্জেল চাকমাকে মারধর এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তিপ্রা মথা দল। এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে দলটি।
বুধবার আগরতলার চন্দ্র মহলে তিপ্রা মথা দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের নেতা রাজেস্বর দেববর্মা, সি কে জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজেস্বর দেববর্মা অভিযোগ করেন, প্রথমদিকে উত্তরাখণ্ড পুলিশের তরফে এই হত্যাকাণ্ডের বিষয়ে মামলা নিতে অনীহা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে সাংসদ কৃতি সিং দেববর্মার হস্তক্ষেপে পুলিশ বাধ্য হয়ে মামলা গ্রহণ করে। তিনি বিষয়টি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং লিখিত অভিযোগও দায়ের করেন।
রাজেস্বর দেববর্মা আরও জানান, এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরায় বিভিন্ন ছাত্র সংগঠন ও যুব সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ ও প্রচারিত হওয়ায় সারা দেশের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলেই শেষ পর্যন্ত উত্তরাখণ্ড পুলিশ মামলা গ্রহণে বাধ্য হয়।
সংবাদিক সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের প্রতি বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিপ্রা মথা দলের নেতারা।

