খালেদা জিয়া প্রয়াত

ঢাকা, ৩০ ডিসেম্বর : বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার ভোর ছয়টা নাগাদ মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোর আনুমানিক ছ’টার দিকে খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দলীয় বিবৃতিতে তাঁর আত্মার সদগতি কামনা করা হয়েছে এবং দেশবাসীর কাছে তাঁর জন্য প্রার্থনা চাওয়া হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগ সিরোসিসে ভুগছিলেন। পাশাপাশি তিনি কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুকে সংক্রমণ এবং হৃদযন্ত্রজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply