বর্ণাঢ্য আয়োজনে আগরতলায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন

আগরতলা, ১৬ ডিসেম্বর: বুধবার বাংলাদেশের মহান বিজয় দিবস। এই উপলক্ষে সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

দিনের শুরুতে সকাল ৬টায় সহকারী হাই কমিশনের দূতালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সহকারী হাই কমিশনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিন বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত বিশিষ্টজনেরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বীরত্বের কথা স্মরণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিনই নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেও এই দিনটির গুরুত্ব অপরিসীম।

Leave a Reply