অটো উল্টে গুরুতর জখম মহিলা যাত্রী, আহত আরও একজন

আগরতলা, ১৫ ডিসেম্বর: মেলাঘর–সোনামুড়া মূল সড়কের বটতলী সুইচগেট এলাকায় দ্রুতগতিতে অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে অটোটি একটি রাস্তার মোড় নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলেই অটোটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার সঙ্গেসঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, দুর্ঘটনার পর অটোচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

Leave a Reply