আগরতলা, ২০ নভেম্বর : কল্যাণপুরের মানিক চন্দ্রপাড়া এলাকায় খেলতে গিয়ে বালুর স্তূপ ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ তিন শিশু বাড়ির পাশের একটি নির্মাণাধীন স্থানের বালুর ঢিবিতে খেলছিল। হঠাৎ বালুর অংশ ধসে তিনজনই চাপা পড়ে। তাদের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ছুটে এসে শিশুদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

