বিজেপি মণ্ডল নেতা টিংকুব্রত দাসের বিরুদ্ধে এনসিসি থানায় সিপিআইএম নেতার মামলা, খুনের হুমকির অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ নভেম্বর:
বড়জলা বিধানসভার মণ্ডল নেতা টিংকুব্রত দাসের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ এনে এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। সিপিআইএম সমর্থকদের দাবি, প্রকাশ্যে মেরে ফেলার হুমকি এবং দলকে “দেখে নেওয়ার” মতো বক্তব্য রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী জানান, ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর এনডিএ জোটের জয়ের আনন্দে বারজলা মণ্ডলের বিজেপি নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা নটুননগর কো-অপারেটিভের সামনে—বরজলা মণ্ডল বিজেপি অফিসের ঠিক সামনে—একটি র‍্যালি ও পথসভা আয়োজন করে। অভিযোগ, সেই সভা চলাকালীন বিজেপি নেতা টিংকুব্রত দাস প্রকাশ্যে সিপিআইএম কর্মী-সমর্থকদের খুন করার মতো সরাসরি হুমকি দেন।

অমল চক্রবর্তী তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেন, এমন হুমকির ফলে সিপিআইএম সমর্থকদের মধ্যে ভয়, আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য বিজেপি কর্মীদের আরও উসকানি দিতে পারে এবং সরাসরি শারীরিক আক্রমণের পরিবেশ তৈরি করতে সক্ষম। এসব মন্তব্য ফৌজদারি ভীতি প্রদর্শন, উত্তেজনা ছড়ানো এবং সহিংসতা প্ররোচনার শামিল বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পথসভায় প্রকাশ্যে এই হুমকি আইন-শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত এবং এর ফলে রাজ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তাই ঘটনার পরিপ্রেক্ষিতে টিংকুব্রত দাসের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। পাশাপাশি সিপিআইএম সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এনসিসি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে সূত্রে জানা গেছে।