সিপাহীজলা জেলায় বিশাল যৌথ অভিযানে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১৩ নভেম্বর : বিশালগড় থানার পুলিশ ও টিএসআর-এর উদ্যোগে বেলবাড়ি এলাকায় পরিচালিত হয় এক বৃহৎ গাঁজা বিরোধী অভিযান। ওই অভিযান মোট ৪৫-৫০টি প্লটে আনুমানিক প্রায় ১ লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে।

ওই অভিযানে বিশালগড় থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা, এসডিপিও, টিএসআর ও সিআরপিএফ-এর সহযোগিতায় এবং স্থানীয় শ্রমিকদের সহায়তায় একটি যৌথ অভিযান পরিচালনা করেন। ওই অভিযানটি বংশীবাড়ি এডিসির অন্তর্গত বেলবাড়ি এলাকায় পরিচালিত হয়। যেখানে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। এই গাছগুলো প্রায় ৪৫-৫০টি প্লটে চাষ করা হয়েছিল ।

অভিযান শেষে, ওই ঘটনায় এনডিপিএস আইন অনুযায়ী একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।