ভোট চোর গদি ছোড় স্লোগানকে সামনে রেখে সারাদেশে গণস্বাক্ষর অভিযান, ত্রিপুরায় সংগৃহীত ২ লক্ষাধিক স্বাক্ষর, রাষ্ট্রপতির কাছে পাঠাবে প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ নভেম্বর: ভোট চোর গদি ছোড় স্লোগানকে সামনে রেখে সারা দেশে ব্যাপক গণস্বাক্ষর অভিযান শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস রাজ্যজুড়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে মোট ২ লক্ষ ৪ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই গণস্বাক্ষরসম্বলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা জানান, সারাদেশে ইতিমধ্যেই ৫ কোটির বেশি গণস্বাক্ষর সংগৃহীত হয়েছে। এই স্বাক্ষরের মাধ্যমে কংগ্রেস দল দেশের মানুষের নির্বাচনী স্বচ্ছতা ও গণতন্ত্র রক্ষার দাবি রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করবে।

সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা বলেন, বর্তমান নির্বাচন কমিশন বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের কাজ এখন আর নিরপেক্ষ নয়, বরং বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই কাজ করছে।

তিনি আরও জানান, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগামী দিনে এই আন্দোলনকে আরও তীব্র করবে এবং জনগণকে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানাবে।