নয়া রায়পুর, ১ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেন, ভারত সবসময়ই বিশ্বব্যাপী সংকটের সময় প্রথম সহায়ক হিসেবে সামনে আসে এবং বিশ্বের যেকোনো বিপর্যয়ের সময় ভারত নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
ব্রহ্ম কুমারীদের শান্তি শিখর কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক সভায় মোদী বলেন, তাঁর সরকারের মূলমন্ত্র হল দেশের উন্নয়ন নিশ্চিত করতে রাজ্যের উন্নয়ন। তিনি বলেন, “বিশ্বের কোথাও যখনই সংকট ঘটে, ভারত সবসময় প্রথমে এগিয়ে আসে। ভারত সবসময়ই প্রথম সহায়ক হিসেবে ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক দেশ যারা প্রতিটি জীবন্ত সত্ত্বায় শিবকে দেখে। আমাদের ঐতিহ্যে প্রতিটি ধর্মীয় আচার শেষ হয় এই প্রার্থনা দিয়ে যে, ‘বিশ্বের মঙ্গল হোক, সকল সত্ত্বায় শুভেচ্ছা বজায় থাকুক।’”
রাজ্যের উন্নয়ন জাতির উন্নয়নের দিকে পথ নির্দেশিত করে, এবং এই লক্ষ্যে ভারত ‘বিকসিত ভারত’ মিশনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মোদী আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ যাত্রায় ব্রহ্ম কুমারীদের মতো প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। আমি আপনাদের সঙ্গে বহু দশক ধরে যুক্ত আছি, আমি এখানে অতিথি নই, আমি আপনাদেরই একজন।”
এইদিনেই, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে মোদী রাজ্যের বাসিন্দাদের শুভেচ্ছা জানান।
এর আগে, প্রধানমন্ত্রী ‘ডিল কি বাত’ প্রোগ্রামের অংশ হিসেবে চাইল্ড হার্ট রোগে আক্রান্ত ২,৫০০ শিশুর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব শিশুদের সফলভাবে চিকিৎসা করা হয়েছে ‘গিফট অব লাইফ’ অনুষ্ঠান উপলক্ষে, যা অনুষ্ঠিত হয়েছিল শ্রী সত্য সাই সঞ্জীবনী হাসপাতাল, নয়া রায়পুরে।
ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে, প্রধানমন্ত্রী ছত্তিশগড় রাজত মহোৎসবে যোগ দেবেন, যেখানে রাজ্যের ২৫ বছর পূর্তিতে ১৪,২৬০ কোটি রুপি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলো অন্তর্ভুক্ত থাকবে সড়ক, শিল্প, স্বাস্থ্যসেবা ও শক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে।
তিনি ছত্তিশগড় বিধানসভার নতুন ভবনও উদ্বোধন করবেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর মূর্তি উন্মোচন করবেন।

