নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর:
স্বামীর হাতে নৃশংসভাবে খুন হলেন স্ত্রী। এমনই অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের। রবিবার ভোরে চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে আমতলী থানার অন্তর্গত রানির খামার ঝরঝরিয়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার ভোরে নিজ ঘর থেকে আমতলী থানার অন্তর্গত রানির খামার ঝরঝরিয়া এলাকার সেন্টু সরকারের স্ত্রী আদরি সরকারের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, সেন্টু তার স্ত্রীকে প্রায়ই কারণে-অকারণে মারধোর করতো। ঠিক একইভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদরী সরকারের সাথে ঝগড়া বিবাদ করে। রবিবার ভোরে স্থানীয় লোকজন আদরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ঝাঁপ শুরু করে। এবং আটক করে তার স্বামী সেন্টু সরকারকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক সহ আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে ও আমতলী থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী।
পুলিশ ঘটনাস্থল থেকে আদরী সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।জানাগেছে আমতলী থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এই হত্যাকান্ডে গোটা ঝরঝরিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

