আগরতলা, ২০ অক্টোবর : কল্যাণপুর ব্লকের অন্তর্গত ঘিলাতলী গ্রামের মণিপুরী পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। বিদ্যুৎ স্পর্শে মৃত্যুবরণ করলেন অজয় দেবনাথ নামে এক ২২ বছরের যুবক। এই মর্মান্তিক ঘটনার পর আজ প্রয়াতের বাড়িতে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিদ্যুৎ নিগমের শীর্ষ কর্মকর্তারা এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, অজয় দেবনাথ বিদ্যুতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন না, তবুও অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার কারণ পরিষ্কার নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খোলা তার বা ত্রুটিপূর্ণ সংযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার দিন থেকেই এলাকায় চরম উত্তেজনা এবং ক্ষোভ বিরাজ করছে। আজ সকালে ঘটনাস্থলে বাড়িতে যান মন্ত্রী রতন লাল নাথ। বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের থেকে ঘটনার বিস্তারিত তথ্য জানতে চান। এরপর তিনি অজয়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাঁদের হাতে তুলে দেন সমবেদনার বার্তা এবং আশ্বাস।
মন্ত্রী বলেন, একটি অমূল্য প্রাণ চলে যাওয়ার যন্ত্রণায় আমরা সকলেই শোকাহত। অজয় দেবনাথের পরিবারের চোখে যে অশ্রু দেখেছি, তার কোনো মূল্যায়ন নেই। কোনো সমবেদনাই এই শোককে হালকা করতে পারে না। তবে আমাদের সরকার এবং প্রশাসন সর্বদা তাঁদের পাশে রয়েছে। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আমরা সাধ্যমতো সাহায্য করব।

