আগরতলা, ১৩ অক্টোবর : আগামী এডিসি নির্বাচনে বিজেপিকে একটি আসন ছাড়া হবে না। উপজাতীয় পরিষদে কোনো জাতীয় দলকে স্থান দেওয়া হবে না। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক যোগদান অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় একথা বলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। এই অনুষ্ঠানে প্রায় ১,২০০ জন কর্মী, যাদের অধিকাংশই বিজেপির প্রাক্তন সদস্য, তারা তিপ্রা মথা দলে যোগদান করেন।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, যদি কেউ শুধু অর্থ আর খ্যাতি অর্জন করতে চায়, তবে জাতীয় রাজনৈতিক দলই তার সহজ রাস্তা। কিন্তু যারা আগামী প্রজন্মের উন্নতির জন্য রাজনীতি করতে এসেছে, তাদের জন্য জাতীয় দল কখনো তিপ্রাসাদের অধিকার নিশ্চিত করতে পারবে না।
তিনি আরো বলেন, তিপ্রা মথা পার্টির মূল লক্ষ্য হল আগামীতে রাজ্যে একজন জনজাতি মুখ্যমন্ত্রী নিয়োগ করা এবং রাজ্যের জনজাতি স্বার্থ রক্ষা করা। কেননা জনজাতিদের উন্নয়নের জন্য সবসময় কেন্দ্রের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। রাজ্যে জনজাতি মুখ্যমন্ত্রী থাকলে জনজাতিদের হিতে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে দাবি করেন তিনিম
প্রদ্যোত কিশোর দেববর্মা বলেন, বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএম— কোনো জাতীয় দলই তিপ্রাসার অধিকার নিয়ে কখনও লড়েনি। তারা একজন আদিবাসী মুখ্যমন্ত্রী চায় না, বরং চায় একজন ‘রাবার স্ট্যাম্প’। প্রদ্যোত আরও অভিযোগ করেন, বহু বছর ধরে উপজাতীয় এলাকার প্রশাসনিক কার্যক্রমে দেরি হচ্ছে। ভিলেজ কাউন্সিল নির্বাচন গত নয় বছর ধরে ঝুলে আছে। ইতিমধ্যে হাইকোর্টে যাওয়া হয়েছে, রায়ও পক্ষে এসেছে যে নির্বাচন করতে হবে। রাজ্য নির্বাচন কমিশনও তা স্বীকার করেছে, কিন্তু তারা করেনি। তাই এখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, এবং সর্বোচ্চ আদালত ন্যায় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি
তিনি আরও অভিযোগ করেন, বিজেপি তার দলকে দুর্বল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। আসন্ন টিটিএএডিসি এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপিকে একটিও আসন দেবে না দল। তিপ্রা মথা দলই জিতবে। উপজাতীয় পরিষদে কোনো জাতীয় দলকে স্থান দেওয়া হবে না বলে উল্লেখ করেন প্রদ্যোত।

