শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল লেনদেনকে উৎসাহ : ভর্তি ও পরীক্ষার ফি গ্রহণে ইউপিআই ব্যবহারের নির্দেশ শিক্ষা মন্ত্রকের

নয়াদিল্লি, ১২ অক্টোবর: ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিদ্যালয়গুলিকে ভর্তি ও পরীক্ষার ফি সংগ্রহে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ।

এ নিয়ে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল, এবং এনসিইআরটি, সিবিএসই, কেভিএস, এনভিএস -সহ বিভিন্ন স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানকে। চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণের উদ্দেশ্যে ইউপিআই -সহ মোবাইল ওয়ালেট, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।

এই পদক্ষেপের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বাড়বে সুবিধা, কমবে সময় ও পরিশ্রম। বিদ্যালয়ে গিয়ে নগদ অর্থে ফি জমা দেওয়ার পরিবর্তে ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে। পাশাপাশি, এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতেও সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রক জানিয়েছে, নগদ লেনদেন থেকে ডিজিটাল লেনদেনে রূপান্তর বিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা ও দক্ষতা আনবে। সেই সঙ্গে, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের পথে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, যেন তারা বিদ্যালয় স্তরে একটি নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলে। এই নির্দেশিকা কার্যকর হলে দেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তর অনেকটাই ত্বরান্বিত হবে বলে মত বিশেষজ্ঞদের।