আগরতলা, ১০ অক্টোবর:
সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির উদ্যোগে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৮তম গোলাঘাটি শহীদ দিবস। এদিন রাজধানীর সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যালয়ে এই উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, রাজ্য কমিটির অন্যান্য সদস্য, কৃষক সংগঠনের কর্মী-সমর্থক সহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। শহীদদের স্মরণে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এদিন পবিত্র কর, গোলাঘাটি শহীদ দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, কৃষকদের ন্যায্য অধিকার ও মর্যাদার জন্য যাঁরা আত্মাহুতি দিয়েছেন, তাঁদের সংগ্রাম আজও কৃষক আন্দোলনের প্রেরণার উৎস। বর্তমান সময়ে কৃষকদের বিভিন্ন সমস্যা, ফসলের দাম, জমির সুরক্ষা ও কৃষিনীতির প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার উপরও জোর দেন নেতৃবৃন্দ।

