চেন্নাই, ২৭ ডিসেম্বর (হি.স.) : এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ, সংবিধানের অপমান, এবং তিনি এখনও সে রাজ্যেরই মুখ্যসচিব | বাড়িতে আয়কর হানা নিয়ে এভাবেই মুখ খুললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব রামামোহনা রাও| গত২১ ডিসেম্বর তাঁর বাড়িতে আচমকা হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা | দিনভর তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ৩০ লক্ষ টাকার নতুন েনাট ও ৫ কেজি সোনা পাওয়া যায়| এছাড়া এই তল্লাশির পরের দিনই তাঁকে পদ থেকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করা হয় গিরীজা বৈদ্যনাথনকে| এনিয়ে মঙ্গলবার প্রথম প্রকাশ্যে মুখ খুলে তিনি বলেন, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ, সংবিধানের অপমান, এবং তিনি এখনও সে রাজ্যেরই মুখ্যসচিব| তিনি জানান তিনি এখনও পর্যন্ত তাঁর অফিস ত্যাগ করেননি| তাঁর আরও দাবি, বাড়িতে অভিযান চালিয়ে সামান্য কিছু সোনা, রুপো এবং কয়েক লক্ষ টাকাই পেয়েছে আয়কর আধিকারিকেরা