আগরতলা, ৩ অক্টোবর : দশমী উৎসব উদযাপনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া সময় সোনামুড়া থানার মধুবন এলাকায় এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিশ্বজিৎ লস্কর, তাঁর স্ত্রী ও ছেলে।
জানা গেছে,সোনামুড়া থানার মধুবন এলাকায় এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন বিশ্বজিৎ লস্কর, তাঁর স্ত্রী ও ছেলে। সাথে সাথে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন অবিলম্বে তাঁদের উদ্ধার করে সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আহতদের অবস্থা উদ্বেগজনক —হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
এদিকে, পুলিশ অভিযান চালিয়ে গাড়ি সহ চালককে আটক করে। এই দুর্ঘটনার পর সোনামুড়া থানার পুলিশ একটি মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা বলছেন, ঘটনা ঘটে এমন সময়ে যে‑লোকজন আশেপাশে ছিলেন, তারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

