নবমীর সকালে মাথায় হাত কৃষকের, অষ্টমী থেকেই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চাষবাস

আগরতলা, ১ অক্টোবর : অষ্টমীর রাত থেকেই টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি জল নেমে আসার ফলে রাঙাপানিয়া নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। নবমীর সকালে পরিস্থিতি আরও খারাপ হয়। নদীর জল ছাপিয়ে পড়ে পার্শ্ববর্তী চাষের জমিতে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

নবমীর সকালেই দেখা গেল, ব্লকের নদীপাড় এলাকা জলমগ্ন। বহু নিচু জমি ইতিমধ্যেই ডুবে গেছে। কৃষকদের চোখে-মুখে চিন্তার ছাপ। পাকা ধান, সবজি, পাট সহ বিভিন্ন ফসল জলতলে তলিয়ে গেছে। বহু কৃষক জানিয়েছেন, এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি চলতে থাকে, তবে পুরোপুরি ফসলহানি নিশ্চিত।

এক কৃষক বলেন, অষ্টমীর দিন রাত থেকে নদীর জল বাড়তে থাকে। নবমীতে উঠে দেখি সব চাষের জমি জলের নিচে। এমন হলে তো এই বছর আর ফসল ঘরে তুলতে পারব না।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।