লেহ, ২৯ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর কেন্দ্র ও লাদাখের প্রতিনিধি দল—যার মধ্যে রয়েছে লেহ এপেক্স বডি (LAB) ও কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (KDA)—এর মধ্যে নির্ধারিত বৈঠক প্রশ্নের মুখে। সোমবার লেহ এপেক্স বডি ঘোষণা করেছে, তারা ওই আলোচনায় অংশ নেবে না। তাদের দাবি, ২৪ সেপ্টেম্বর লেহ-তে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ জন নিহত ও প্রায় ৯০ জন আহত হওয়ার ঘটনার উপর নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। পাশাপাশি, আন্দোলনকারীদের ‘দেশবিরোধী’ ও ‘পাকিস্তানের হাতের খেলোয়াড়’ আখ্যা দেওয়ার জন্য কেন্দ্রকে ক্ষমা চাইতে হবে।
রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিল অনুযায়ী সাংবিধানিক সুরক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে LAB ও KDA। সংগঠনগুলির অভিযোগ, লেহ-র সাম্প্রতিক বিক্ষোভ দমন করতে গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নেতা সাজ্জাদ কারগিলি বলেন, “যেভাবে গুলি চালানো হয়েছে, বহু মানুষ আহত হয়েছে, তার জন্য অবশ্যই জবাবদিহি থাকতে হবে। এটাই প্রমাণ করছে কেন গণতন্ত্রের প্রয়োজন।”
এদিকে, বিশিষ্ট জলবায়ু কর্মী ও লাদাখ রাজ্যের দাবির অন্যতম মুখপাত্র সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এ গ্রেপ্তার করে যোধপুর জেলে স্থানান্তরিত করা হয়েছে। তার গ্রেপ্তারি লাদাখের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। KDA-র দাবি, ওয়াংচুকসহ ২৪ সেপ্টেম্বরের ঘটনার পরে আটক অন্যদেরও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো অভিযোগ অস্বীকার করে বলেন, “তিনি সবচেয়ে গান্ধীয় পদ্ধতিতে আন্দোলন করছিলেন। কিন্তু CRPF-এর গুলি চালানোই উত্তেজনার কারণ। নিজেদের মানুষ, নিজেদের যুবকদের উপর গুলি চালানোর অধিকার CRPF পেল কোথা থেকে?”
LAB ও KDA নেতৃত্ব বারবার সতর্ক করে বলেছে, লাদাখের রাজ্যের দাবি উপেক্ষা করলে জনগণের মধ্যে বিচ্ছিন্নতা বাড়বে। “বিশ্বাসঘাতকতার অনুভূতি ক্রমশ গভীর হচ্ছে। লাদাখের মানুষ দেশের শক্তি। তাদের দেওয়ালে ঠেলে দেওয়া উচিত নয়,” মন্তব্য করেন কারগিলি।
২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছিল। কিন্তু আন্দোলনকারীদের দাবি, এই ব্যবস্থা জনগণের আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপাতত LAB আলোচনায় অংশ না নেওয়ায়, ৬ অক্টোবরের কেন্দ্র-লাদাখ বৈঠকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

